মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অবৈধ ভাবে গড়ে উঠা ২ ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। এ সময় ভাটা গুলোর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ও নাংলা ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান এ ভ্রামমান আদালত পরিচালনা করেন। এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে ইট ভাটার চুল্লি ভেঙ্গে গুড়িয়ে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকার বিসমিল্লাহ ব্রিকস ও নাংলা ইউনিয়নের ইএলটি ব্রিকসের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সরকারি নিবন্ধন নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে নিষিদ্ধ জ্বালানী কাঠ ব্যবহার ইট প্রস্তুত করছিল। অনুমোদন না থাকা এসব ইটভাটাগুলোতে আজ রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ব্রিকস কে ১ লাখ টাকা ও নাংলা ইউনিয়নের চারাইলদার এলাকার ইএলটি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তারা ইটভাটার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহের জেলা প্রশাসকের কোনো অনুমিত নেওয়া হয়নি। এমন নানা অনিয়মের দায়ে ২ টি ইটভাটাগুলোকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ইটভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।