মাহবুবুল হক খান দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে ধর্ষণ বিরোধী কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ধর্ষণ এবং নারীদের উপর সহিংসতায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (৯ মার্চ ২০২৫) বিকেলে দিনাজপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দিনাজপুর বড় মাঠ হতে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিলির মোড়ে এসে শেষ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বাদশা আল কাওছার, ফয়সাল মোস্তাক, মোবারক হোসেন, ইতু, রায়হান বিন ইশা ও স্নিগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতাকর্মী।
এদিকে বাদ মাগরিব দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ধর্ষণ বিরোধী মশাল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখার নেতাকর্মীরা।
এছাড়া জেলার বিরল, বীরগঞ্জ, বোচাগঞ্জসহ জেলার ১৩টি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল কর্মসূচি পালন করেছে।