বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান হায়দার আলীর বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের হোসেন গাজীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার বিকেল ৫টায় দৈবজ্ঞহাটী ইউনিয়ন ছাত্রদলের ব্যনারে এ বিক্ষোভ মানববন্ধনে শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়। সেলিমাবাদ ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াজ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, জেলা ছাত্রদলের সদস্য আবু সাইদ, ছাত্রদল নেতা আব্দুর রহিম মানববন্ধনে বক্তৃতা করেন এ বক্তারা বলেন, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন গাজীর ওপর হামলাকারিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী খান বলেন, জুবায়ের হোসেন গাজী এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাকে একাধিকবার সাংগঠনিক প্রক্রিয়ায় সংশোধন হওয়ার জন্য বলা হয়েছে।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের হোসেন গাজী বলেন, বিএনপি নেতা হায়দার আলী খান আওয়ামী দোসরদেরকে সাথে নিয়ে চলাফেরা করে। এর প্রতিবাদ করলে লোকজন নিয়ে আমার ওপর এ হামলা চালায়।