সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে সাংগঠনটির নেতাকর্মীরা। এসময় নেতৃবৃন্দ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদন্ড নির্ধারণের দাবি জানান।
মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের সঞ্চালনায় আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের এমন কোনো জায়গা নেই যেখানে হামলা, ধর্ষণ ও নারী সহিংসতার ঘটনা ঘটছে না। আমরা এমন বাংলাদেশ চাইনি, আমরা চেয়েছিলাম বাংলাদেশ একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র হবে। বিগত সময়ে বিএনপির শাসনামলে বাংলাদেশে নারী নির্যাতন ছিলোনা বললেই চলে। কিন্তু বর্তমানে হঠাৎ একটি চক্র নারী নির্যাতনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে ফায়দা হাসিলের চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিন। আমরা চাই দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, সারাদেশে সিরিজ আকারে ধর্ষণ হচ্ছে। দেশে ধর্ষণ, নারী নিপিড়ন ও সহিংসতা বেড়েই যাচ্ছে। আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বতীকালীন সরকার ব্যার্থতার পারিচয় দিচ্ছে। মনে হচ্ছে দেশে কোনো সরকার নাই। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিবো না। কিন্তু তাদের কাজও আমাদের পছন্দ হচ্ছে না। এখনো আওয়ামী ফ্যাসিস্টরা প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে বসে আছে। আমরা চাই অতিদ্রুত তাদের অপসারণ করা হোক।
মাগুরাসহ দেশে সংঘটিত সকল ধর্ষণের ঘটনায় দোষীদের বিচার নিশ্চিতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে সাহেদ আহম্মেদ আরও বলেন, আছিয়ার মতো বোনদের এভাবে ধর্ষণ করা হচ্ছে। অথচ ধর্ষকদের বিচার করা হচ্ছে না। আগামী ১৫ দিনের মধ্যে ছোট্ট বোন আছিয়ার ধর্ষণের তদন্ত কাজ শেষ করতে হবে এবং আগামী ৯০ দিনের মধ্যে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।