বুধবার, ১২ মার্চ ২০২৫

খুবির ফরেস্ট্রি ক্লাবের নতুন দায়িত্বে ইনসান- দিপন

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
খুবির ফরেস্ট্রি ক্লাবের নতুন দায়িত্বে ইনসান- দিপন

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের (ফউটেক) নতুন কমিটি ঘোষণা এবং বন্যপ্রাণী দিবস ২০২৫  উপলক্ষে আয়োজিত সমস্যা-সমাধান ও সচেতনতা বিষয়ক 'থ্রি মিনিট প্রেজেন্টেশন' প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। ক্লাবটির ২০২৫-২৬ এর নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফউটে ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: ইনসান আলী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মো: ফারদিন আহমেদ দিপন। 

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২২৫৩ নম্বর কক্ষে ক্লাবটির দায়িত্ব হস্তান্তর ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যদরা হলেন সহ-সভাপতি ইশমাম আফরোজ ও এস কে মামুন হাসান প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক হৃদয় দেবনাথ , দপ্তর সম্পাদক মোকাররম হোসাইন , ব্যবস্থাপনা সম্পাদক মো:আসিফ মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক তামান্না ইয়াসমিন জুই , তথ্য প্রযুক্তি ও ফটোগ্রাফী সম্পাদক সুদীপ্ত ঘোষ।

এছাড়াও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: মাহফুজুর রহমান রাহাদ,সহকারী ক্রীড়া সম্পাদক মো আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অর্ক কুন্ডু, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পলক বিশ্বাস।

এর আগে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫  উপলক্ষে আয়োজিত সমস্যা-সমাধান ও সচেতনতা বিষয়ক 'থ্রি মিনিট প্রেজেন্টেশন' প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অধিকার করে ৩য় বর্ষের শিক্ষার্থী সেঁজুতি বোস, রানার-আপ মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী অর্ণব খাঁ, ২য় রানার-আপ ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মোকাররম হোসেন।

পরে নতুন কমিটি ঘোষণা ও পুরাতন কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিশ্ব বন দিবস ২০২৪ এ আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফউটে ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম ফিরোজ, অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক এস,এম রুবাইয়ত আব্দুল্লাহ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল