মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় শিক্ষার্থীরা গবির একাডেমিক ভবনের সামনে থেকে মশাল মিছিল নিয়ে বাদামতলায় যায় এরপর প্রধান ফটক দিয়ে ঘোড়াপীর মাজার হয়ে বাইশ মাইলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে কিছুক্ষণ অবস্থান করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
এ সময় ‘ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই’ ‘তুমি কে আমি কে আছিয়া, আছিয়া’ ‘আবু সাঈদের বাংলায় ধর্ষকের ঠাই নাই’ ‘মুগ্ধর বাংলায় ধর্ষকের ঠাই নাই’ ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই’ ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগানে বিক্ষোভ ও মশাল মিছিল চলতে থাকে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মাকসুদুল ইসলাম মুন্না বলেন, 'ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির শাস্তি কার্যকরের দাবিতে আজ আমাদের কর্মসূচি। ঘরের বাহিরে আমার বোন অনিরাপদ কেন থাকবে, কেন আমার বোন ধর্ষণের শিকার হবে এবং কেন এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে না সেটির জবাব প্রশাসনকে দিতে হবে।'
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখতে পাই না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দেশে শিশু থেকে বৃদ্ধা কেও ধর্ষকদের হাত থেকে রেহায় পাচ্ছে না। এমনকি নিজ বাবার কাছে সন্তান নিরাপদ না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের কী বিচার হয়? তাদের কোন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখিনা। জামিনে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় ধর্ষকদের।'
শিক্ষার্থীরা আরো বলেন, 'মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন মহিলা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা ট্রাইবুনাল গঠন, বিভিন্ন প্রক্রিয়া, অ্যারেস্ট-অ্যারেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না।'