মুরাদ ইমাম কবির,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও ১টি লাইসেন্সে দুই স্থানে কারখানা চালানোর দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১টি কারখানাকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে আদালত। বুধবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত হিলির ডাঙ্গাপাড়ায় অবস্থিত বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। এসময় সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন, বিএসটি আই এর দিনাজপুর কার্যালয়ের ফিল্ড অফিসার ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন,হিলির ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত সেমাই কারখানাগুলোতে নোংড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে এমন খবরের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। এসময় একটি লাইসেন্সের অনুকুলের দুই স্থানে কারখানা পরিচালনা। নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও কৃত্রিম রং এর ব্যবহার করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে ৪টি সেমাই কারখানাকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি কারখানার লাইসেন্স না থাকায় সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সময় জার্নাল/টিএ