বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ব্যাটারিচালিত রিকশাকে বাসের চাপা: চট্টগ্রামে ভাই-বোনসহ তিনজন নিহত

বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
ব্যাটারিচালিত রিকশাকে বাসের চাপা: চট্টগ্রামে ভাই-বোনসহ তিনজন নিহত

নিজস্ব প্রতিনিধি:
 
চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানার দোহাজারী পৌরসদরে এ ঘটনা ঘটে।

সেখানে ব্যাটারিচালিত রিকশাকে দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহতরা হলেন- রিকশাটির চালক রুহুল আমিন (৪৫), দুই যাত্রী ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫)। আহত অন্যজন হলেন কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস সামনে থাকা একটি ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর শিক্ষার্থী।

হতাহত তিন শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল