কাউসার আহমেদ, নোবিপ্রবি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরীক্ষায় কোডিং পদ্ধতির প্রয়োগে শতভাগ সফলতা অর্জিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) পরীক্ষামূলকভাবে গৃহীত টার্ম ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার এবং বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষা শাখার কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রক ও হিসাব দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রদর্শনীটি আয়োজন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (CSTE) বিভাগ। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান ফলাফল প্রকাশের পদ্ধতি ও এর সফলতা উপস্থাপন করেন।
এ বিষয়ে অধ্যাপক ড. আশিকুর রহমান খান বলেন,
"বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহায়তায় পরীক্ষামূলকভাবে কোডিং পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় এবং এতে আমরা শতভাগ সফল হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এই পদ্ধতি সব বিভাগের পরীক্ষায় প্রয়োগ করতে পারে।"
প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নোবিপ্রবির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।