রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৩.১১ শতাংশ

শুক্রবার, জুলাই ২, ২০২১
সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৩.১১ শতাংশ

জিল্লুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ আরো ৪ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে, জেলায় ১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৩৫৪ জন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা পৌর শহরের রসুলপ্রর এলাকার আবু মুসার স্ত্রী সীমা (৩০), কামালনগর এলাকার আবু তালেবের ছেলে নাছির (৫৫), সদও উপজেলার ঘোনা গ্রামের মৃত মানিক মোল্যার ছেলে হযরত মোল্যা (৫৪) ও আশাশুনি উপজেলার বাসুদেবপুর গ্রামের গিরিনাথ কর্মকারের ছেলে বসন্ত কর্মকার (৮৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ১৬ জুন থেকে ৩০ জুনের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণার ও করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জুলাই সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় সংক্রমনের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন দিয়ে নমুনা পরীক্ষা করা হয় ১৪৮ জনের। শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ। এর আগেরদিন শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৫২ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা
মেডিকেল কলেজ (সামেক ) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজন জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপতালের আরটি পিসিআর ল্যাবে ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন দিয়ে ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।
সনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ। এনিয়ে ১ জুলাই পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৭২ জন। এপর্যন্ত সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫৮৮ জন।

তিনি আরো বলেন, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১৮জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ৭৮০ জন। করোনা আক্রান্ত ২২ জন ও উপসর্গ নিয়ে ২৫৭ জনসহ সামেক হাসপাতালে ভর্তি আছে ২৭৯ জন। এছাড়া ১৬ জন
করোনা পজেটিভ রোগী ও উপসর্গ নিয়ে ১২১ জন সহ মোট ১৩৭ জন সাতক্ষীরার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি আছেন। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন। গত ১ জুলাই পর্যন্ত জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৩৫৪ জন।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল