স্পোর্টস ডেস্ক:
প্রায় সাড়ে ৩ বছর পর ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজ দল। ২০২১ সালে মালদ্বীপে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম দুই দেশ পরস্পর মুখোমুখি হচ্ছে। ওই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এবার কী করবে বাংলাদেশ?
ফুটবল মাঠে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত সুখকর নয়। বাংলাদেশ কবে ভারতকে হারিয়েছে সেই স্মৃতি হারিয়ে যেতে বসেছে অনেকের।
২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ভারতকে হারানোর পর আর কখনো জয়ের মুখ দেখেনি লাল-সবুজ জার্সিধারীরা। তারপর ৯ বার ভারতের মুখোমুখি হয়ে চার ম্যাচ হেরে পাঁচটি ড্র করেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে ভারত বরাবরই ফেবারিট। ম্যাচ যখন ভারতের মাটিতে তখন তো কথাই নেই। তবে ২৫ মার্চের ম্যাচে বাংলাদেশের জন্য টনিক হতে পারেন হামজা চৌধুরী। ইংলিশ লিগের দ্বিতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ভারতের বিপক্ষে ম্যাচে।