শনিবার, ১৫ মার্চ ২০২৫

মোরেলগঞ্জে ৩৪ হাজার শিশু পাচ্ছেন ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

শনিবার, মার্চ ১৫, ২০২৫
মোরেলগঞ্জে ৩৪ হাজার শিশু পাচ্ছেন ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

 এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন, উপলক্ষে ৩৪ হাজার শিশু পাচ্ছেন লাল ও নীল রংয়ের ভিটামিন ক্যাপসুল।

শনিবার ৮টায় আর্দশ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।

শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে উপজেলার ৩৮৫ টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ জন করে স্বেচ্ছাসেবক ৬ মাস থেকে ১ বছর বয়সি ৩৪ শ’ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং  এক বছর থেকে ৫ বছর বয়সী ৩০ হাজার ৫শ’ শিশুদের লাল রংয়ের একটি করে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, সারাদেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অংশ হিসেবে মোরেলগঞ্জে সকাল ৮টা থেকে কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রগুলোতে একজন সুপারভাইজার ও একজন স্বাস্থ্য সহকারী সার্বক্ষনিক তদারকিতে থাকছেন।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল