সিদ্ধার্থ চক্রবর্তী,বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৬ মেয়াদের জন্য গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আমির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজভী আহমেদ জনি।
শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলন কক্ষে আয়োজিত নবীনবরণ, দায়িত্ব হস্তান্তর, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা করা হয়। বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন ওই সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন আদনান সাঈদ অনিক।
নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুল হাসান শাকিল, মোছা. ফাহমিদা সুলতানা জোনাকি ও আনিকা ইবনাত ওয়াফি। দপ্তর সম্পাদক হয়েছেন মুনতাসির রহমান সেজান এবং প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সানজানা সিদ্দিক শারমী। এছাড়াও একাধিক শিক্ষার্থীকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ বৃহত্তর দিনাজপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সময় জার্নাল/টিএ