নিজস্ব প্রতিবেদক:
গতকাল শনিবার রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমির হাটবাজারে এ ঘটনা ঘটেছে। নিহত যুবদলকর্মীর নাম মোহাম্মদ কমর উদ্দিন (৩২)। তিনি হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের মুহাম্মদ আলীর ছেলে।
ঘটনার বর্ণনায় জানা যায়,স্থানীয় একটি বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে টাঙানো ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ছবি সংবলিত ব্যানার। ইউনিয়ন যুবদলের একটি অংশের নেতা সমিতির সভাপতি-সম্পাদককে ডেকে সেটি সরাতে বলেন। এরপর অনুসারীদের নিয়ে সেখান থেকে ফেরার পথে ওই যুবদল নেতা ও তাঁর অনুসারীদের সঙ্গে বিষয়টি নিয়ে তর্কাতর্কি হয় স্থানীয় বিএনপির আরেকটি পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে। তর্কাতর্কির একপর্যায়ে ওই যুবদল নেতা ও তাঁর অনুসারীদের ওপর হামলা করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদলকর্মী নিহত হন। আহত হন আরও তিনজন।
সময় জার্নাল/টিএ