দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিন দুপুরে ডাকাতি করতে এসে বাড়ীর মালিক দন্ত চিকিৎসক পল মজুমদারের বুদ্ধি প্রতিবন্ধি ছেলে পিয়াস মজুমদার কে হাত পা বেঁধে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও মা-বাবার কান্না যেন থামছেই না। তাদের চিৎকার ও আর্তনাদে পুরো বাড়িতে শোকের মাতম চলছে। ছেলের মায়ায় মা-বাবা ও বোন এখন পাগল প্রায়। কথায় কথায় তারা ছেলে হত্যাকারীদের ফাঁসি চাচ্ছে। বাড়িতে আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশীদের আসা যাওয়ার ভীড় কমছেনা। প্রতিদিন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,এনজিও সংস্থাসহ নানা শ্রেণী পেশার মানুষ নিহত পিয়াস মজুমদারের মা-বাবা বোনকে শান্তনা দিতে আসছে।
১৭ মার্চ দুপুরে সরেজমিনে ওই বাড়িতে গেলে এমন চিত্র চোখে পড়ে সাংবাদিকদের।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন নেতারা এ বাড়িতে আসেন এবং কোটালীপাড়া থানার ওসি,গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন তারা।
অপর দিকে ঘটনার সাথে জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামের আতা শেখের ছেলে সামিউল শেখ, একই গ্রামের রহম আলী ভুইয়ার ছেলে শওকত আলী ভুইয়া এবং পাশবর্তী তিলবাড়ী গ্রামের সোহরাব খানের ছেলে মোর্শেদ আলম কামাল।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামীকেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
বিষয়টি নিশ্চিত করে শনিবার (১৫ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, গ্রেফতারের পর আসামীরা জানায়, তারা কেউ মাদকাসক্ত আবার কেউ ঋনগ্রস্থ। মূলত মাদক ও ঋনের টাকা জোগাড় করতে তারা এ ডাকাতি করেছে। ঘটনার সময় আসামীরা ৫ জন ছিল বলে স্বীকার করে। এ পর্যন্ত তিন জন গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজনকেও গ্রেফতারের অভিযান চলছে।
জানাযায়, গত শুক্র ও শনিবার স্থানীয় খান মার্কেট, গোপালগঞ্জ সদরের গোবরা এবং বাগেরহাটের কচুয়ার কামারগাতি এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে অত্র ইউনিয়নের লাখিরপাড় গ্রামের পল মজুমদারের ঘরে ঢুকে ভাংচুর করে বুদ্ধি প্রতিবন্ধি যুবককে হত্যা করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় এক দল ডাকাত।
ঘটনার পরের দিন নিহতের পিতা পল মজুমদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করলে অভিযানে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। যাহার মামলা নং- ১৩/৪৯। তরিখ ১১/০৩/২০২৫