এম.পলাশ শরীফ,বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেক দল ঢাকা মহানগর দক্ষিণ-এর সহ-সভাপতি মিজানুর রহমান বেল্লাল-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেক দলের আয়োজনে বারইখালী এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক মেহেদী হাসান রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লাভলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আব্বাস মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির শিকদার, সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস, সাবেক ছাত্রদল নেতা জিয়াউল হাসান টুটুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পথসভা থেকে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি মোরেলগঞ্জের সন্তান মিজানুর রহমান বেল্লাল-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সারাদেশে দলীয় নেতাকর্মীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বর্তমান অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানান।
সময় জার্নাল/টিএ