কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম ফরহাদ হোসেন। সে পুটিমারী ইউনিয়নের মন্থনা হাজীপাড়া এলাকার আনছার আলীর ছেলে ও পানিয়াল পুকুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়,সোমবার দুপুরে ফরহাদ হোসেন কোচিং করার জন্য ছাদুরার পুলে অপেক্ষা করতে থাকে। এমন সময় নীলফামারীর দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফরহাদ হোসেনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পানিয়াল পুকুর স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক দুঃখ প্রকাশ করে বলেন,নিহত ফরহাদ হোসেন খুব মেধাবী ছাত্র ছিল। আমরা সকল শিক্ষক তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তবে ঘাতক ট্রাককে আটক করে থানায় দিয়েছে এলাকাবাসী।
অপরদিকে বিকেল ৪ টায় একটি এ্যাম্বুলেন্সে করে নীলফামারী সদর উপজেলা ইটাখোলা ইউনিয়নের আজিজার রহমানের (৭০) মৃত দেহ রংপুর মেডিকেল থেকে বাড়ীতে নেয়ার পথে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী মন্থনা এলাকায় এ্যাম্বুলেন্সের সামনের চাকা ভেঙে গিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগলে সেখানে ড্রাইভারসহ ৩ জন গুরুতর আহত হয়। এলাকাবাসী ঘটনাস্থলে এসে গাড়ীতে থাকা লাশ টেনে হেচড়ে বের করে এবং আহতদের বের করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দীর্ঘ পৌনে এক ঘন্টা চেষ্টার পর গাড়ীর ড্রাইভার রণি মিয়া (৩৫) কে উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হলে সেখানে বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের কর্মীদের ধাওয়া করে। পুলিশকেও বিক্ষুব্ধরা গালি গালাজ করলে স্থানীয় সাংবাদিকরা উত্তেজিত জনতাকে শান্ত রাখার চেষ্টা করে। পরে পুলিশ ও সংবাদকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে গাড়ীর ড্রাইভার রণিকে হাসপাতালে নেয়া হয়। আহতরা হলেন,নীলফামারী সদর উপজেলার মৃত্যু আজিজার রহমানের ছেলে নুরুজ্জামান (৪৮),বাবুল হোসেন ও আবু মুসা। আহতদের সকলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আজকে ছাদুরারপুল এলাকায় পৃথক দুইটি দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। অপর দূর্ঘটনায় কেউ নিহত হয়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক।
সময় জার্নাল/টিএ