মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
দ্যা ইউনাইটেড গ্রুপ অব চৌদ্দগ্রাম(ইউজিসি) এর উদ্যোগে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ডিমাতলা এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সাবেক ছাত্রনেতা মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসি সৌদি আরব শাখার সহ সাংগঠনিক সম্পাদক জনাব কাজী নয়ন, সৌদি আরব শাখার সদস্য মুন্না, ইউজিসির অন্যতম সদস্য মিজান ভূঁইয়া, দ্বীন ইসলাম প্রমুখ। এ সময় মাদরাসার শিক্ষকবৃন্দ, এতিম শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্যা ইউনাইটেড গ্রুপ অব চৌদ্দগ্রাম(ইউজিসি) প্রতিষ্ঠার পর থেকে দেশ ও বিদেশে অবস্থানরত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ মানবিক কাজ অব্যাহত রেখেছে।
সময় জার্নাল/টিএ