মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ঐতিহাসিক বদর দিবস: ইসলামের প্রথম বিজয়ের মহিমান্বিত অধ্যায়

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
ঐতিহাসিক বদর দিবস: ইসলামের প্রথম বিজয়ের মহিমান্বিত অধ্যায়

লেখক: মাহমুদুল হাসান, শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়।

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ এক গৌরবময় ঘটনা, যা সত্য ও মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য সৃষ্টি করেছিল। ১৭ রমজান, হিজরি ২য় সালে (৬২৪ খ্রিস্টাব্দ) সংঘটিত এই যুদ্ধ শুধু সামরিক বিজয়ই ছিল না, বরং এটি ছিল ঈমানের শক্তির বাস্তব প্রমাণ। সংখ্যায় কম হলেও, মুসলমানরা আল্লাহর সাহায্যে কুরাইশদের বিশাল বাহিনীকে পরাজিত করেছিল।

যুদ্ধের কারণ ও প্রেক্ষাপটঃ

মক্কার কুরাইশরা শুরু থেকেই ইসলামের প্রচারকে বাধাগ্রস্ত করছিল। তারা মুসলমানদের নির্যাতন করত, হত্যা করত, এমনকি তাদের সম্পদ লুট করে নিয়েছিল। মুসলমানরা মদিনায় হিজরত করার পরও কুরাইশদের শত্রুতা বন্ধ হয়নি। তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র করতে থাকে।
এ সময় কুরাইশদের নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে এক বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে ফিরছিল, যা মুসলমানদের ধ্বংস করার জন্য ব্যবহার হতে পারত। রাসুলুল্লাহ (সা.) এই কাফেলাকে প্রতিহত করার পরিকল্পনা করেন, কিন্তু কাফেলাটি নিরাপদে চলে গেলে কুরাইশরা সরাসরি যুদ্ধের জন্য বদরের ময়দানে জড়ো হয়।

যুদ্ধের বিবরণঃ

রাসুলুল্লাহ (সা.) মাত্র ৩১৩ জন সাহাবিকে নিয়ে যুদ্ধে অংশ নেন, যেখানে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল ১,০০০ জন। মুসলমানদের কাছে ছিল মাত্র দুটি ঘোড়া ও সামান্য অস্ত্রশস্ত্র, অথচ কুরাইশরা ছিল সম্পূর্ণ প্রস্তুত।১৭ রমজান ভোরবেলায় যুদ্ধ শুরু হয়। প্রথমে একক লড়াই হয়, যেখানে মুসলমানদের পক্ষে হামজা (রা.), আলী (রা.) ও উবাইদা (রা.) লড়াই করেন এবং কুরাইশদের শক্তিশালী যোদ্ধাদের পরাজিত করেন। এরপর মূল যুদ্ধ শুরু হয়।  এরপর মূল যুদ্ধ শুরু হলে আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেন। যুদ্ধের ফলাফল ছিল অভাবনীয়—কুরাইশদের ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দি হয়। তাদের প্রধান নেতা আবু জাহল নিহত হলে কুরাইশরা ভীত হয়ে পলায়ন করে।

বদর যুদ্ধের গুরুত্ব ও শিক্ষাঃ

এটি প্রমাণ করে যে, 
•সত্যের পথে থাকলে আল্লাহর সাহায্য নিশ্চিত।
•সংখ্যা নয়, ঈমান ও কৌশলই প্রকৃত শক্তি।
•বিজয়ের পর বিনয়ী ও দয়ালু থাকা উচিত, যেমন নবী (সা.) বন্দিদের প্রতি দয়া প্রদর্শন করেন।
•ঐক্যবদ্ধতা যেকোনো দুর্বল দলকেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী করতে পারে।

বদর যুদ্ধ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি মুসলমানদের জন্য এক অনুপ্রেরণার উৎস। এটি শেখায় যে, ঈমান ও ন্যায়বিচারের পথে অটল থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। আল্লাহ আমাদের এই শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন!


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল