শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আলাদা ভূখণ্ডের দাবিতে আন্দোলন শুরু হয়েছে ভারত অধিকৃত অরুণাচল প্রদেশে

বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
আলাদা ভূখণ্ডের দাবিতে আন্দোলন শুরু হয়েছে ভারত অধিকৃত অরুণাচল প্রদেশে

আন্তর্জাতিক ডেস্ক:

অরুণাচলের ইতানগর নামক স্থানে প্রায় সহস্রাধিক ক্রিশ্চিয়ান জমায়েত হওয়ার মাধ্যমে সম্প্রতি স্বাধীনতার দাবিতে এই আন্দোলন শুরু হয়। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে অরুণাচল ক্রিশ্চিয়ান ফোরাম-এসিএফ। উক্ত সংস্থার প্রেসিডেন্ট Narh Miri জানিয়েছেন, তাদের এই আন্দোলন অতি দ্রুতই বিস্তরভাবে পুরো অরুণাচল ছড়িয়ে পড়বে এবং প্রায় দুই লক্ষ মানুষের জমায়েত ঘটানোর পরিকল্পনা রয়েছে তাদের। 

জানা গেছে অরুণাচলের ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বীরা 1978 সালে জারি করা ‛Arunachal Pradesh Freedom Of Religion Act’- APFRA এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তাদের দাবি, ভারতের কেন্দ্রীয় সরকারের জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই নীতির কারনে তারা সঠিকভাবে ধর্ম পালন করতে পারছে না। 

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অরুনাচলের ক্রিশ্চিয়ানদের মাঝে ব্যাপক ক্ষোভ লক্ষণীয়।

এদিকে গত পরশু থেকে স্বাধীন ভূমি খালিস্তানের দাবিতে ভারতের পাঞ্জাবেও শুরু হয়েছে শিখদের “All India Campaign” মুভমেন্ট। 

পাঞ্জাবি শিখেরা হিমাচল রোড ব্লক করে প্রতিটি গাড়িতে পোস্টার মেরে দেয় একইসাথে মানুষের মাঝে লিফলেট বিতরণ করে। পোস্টার, লিফলেটে তাদের খালিস্তান আন্দোলনের অন্যতম পথিকৃৎ বিন্দ্রাওয়ালের ছবি ছাপানো হয়েছে। 

গত পরশু থেকে শুরু হওয়া আন্দোলন গতকাল আরও বেশি বেগমান হয়। এসময় পাঞ্জাব পুলিশ একজন শিখ নেতাকে মারধর করে। 

এছাড়া কাশ্মীর, নাগপুর, মনিপুর, আসাম এবং মিজোরামেও চলছে সহিংসতা ও স্বাধীনতা আন্দোলন।

সময় জার্নাল/টিএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল