বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ভোলায় বাঁধের কাজ নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
ভোলায় বাঁধের কাজ নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

জেলা প্রতিনিধি:
 
ভোলায় বেড়িবাঁধে জিও ব্যাগের কাজ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মো. রাশেদ (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা মনপুরা ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যান রাশেদ।

নিহত রাশেদ ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহমানপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের কাজ চলছিল। সেখানে জিও ব্যাগের কাজ করা নিয়ে সোহান সোহাগ বদ্দার ও গিয়াস উদ্দিন মিঝির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে সোহান সোহাগ বদ্দার ও রাশেদসহ কয়েকজন সেখানে গেলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা বাধে। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে রাশেদসহ উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হন। এর মধ্যে রাশেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ এখনো কেউ করেনি। তবে আমরা তদন্তের কাজ শুরু করে দিয়েছি।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল