কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্থানীয় জামায়াত অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম,খেলাফত আন্দোলনের উপজেলা সেক্রেটারি হাফেজ শরীফুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা আমীর হাফেজ আব্দুল হালিম প্রমূখ।
প্রধান অতিথি বলেন,যে কোরআনের কারণে আজ রমজানের গুরুত্ব সেই কোরআনের বিপ্লব বাংলাদেশে প্রতিষ্ঠা করা জরুরী। তিনি বলেন রোজা রাখার কারণে যে সকল কাজ আমরা পরিহার করে থাকি,সেই কাজ গুলো কি রোজার পরে করা যাবে না। তাই রোজার শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করলে এবং কোরআনের আইনে রাষ্ট্র পরিচালনা হলে দেশে কোন অরাজকতা, দূর্নীতি ও অশান্তি থাকতে পারে না। পরিশেষে দেশ ও ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।