ফয়সাল আহমেদ,ডিআইইউ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ১৯ রমজান বিশ্ববিদ্যালয়টির ক্যাফেটেরিয়াতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ডিআইইউ’র আহ্বায়ক মো: রফিকুল ইসলাম প্রামাণিক এবং সদস্য সচিব আশিকুজ্জামান কাব্য সহ কমিটির সকল সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক মো: বাবু খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মো: মোস্তফা কামাল। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়টির আহত শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৈছাআ'র ডিআইইউ আহ্বায়ক রফিকুল ইসলাম প্রামাণিক বলেন, বৈছাআ একটি অরাজনৈতিক সংগঠন। আমরা শিক্ষার্থীদের বিভিন সমস্যা, দাবী নিয়ে কাজ করবো এবং সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ । এছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের বক্তব্য রাখেন।
সময় জার্নাল/টিএ