শনিবার, ২২ মার্চ ২০২৫

প্রথমারের মত গবিতে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

শুক্রবার, মার্চ ২১, ২০২৫
প্রথমারের মত গবিতে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

মো: মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধিঃ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রমজান মাস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মত কুরআন তেলাওয়াত ও হামদ না'ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২০মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আইকিউএসি সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যাতে ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

তেলাওয়াতে অংশগ্রহণকারী ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী আসাদুজ্জামান নূর বলেন, মহিমান্বিত এ মাসে গবির সাধারণ শিক্ষার্থীদের এমন আয়োজন প্রশংসার দাবিদার। বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়েছে। উপস্থিত সবার জন্য ইফতার এবং বিজয়ীদেরকে পুরস্কারের মাধ্যমে সম্মানিত করে সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছে।  
 
তিনি আরও বলেন, 'সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের আয়োজন আগামীর পথ চলা আরো সহজ করেছে। যাদের কর্ম-প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান বাস্তবায়ন হয়েছে আল্লাহ তাদের সহায় হোন। গবি প্রশাসনের কাছ থেকে আমরা প্রতিবছরই এরকম আয়োজন বাস্তবায়নের আশাবাদী।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের ডীন'স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সকলে কুরআনের শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও পারিবারিক জীবনে বাস্তব ও বিজ্ঞানমুখী কল্যাণে গ্রহণ করার পরামর্শ দেন।

প্রসঙ্গত, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ভেটেরিনারি অনুষদের নাজমুল মুক্তাদির সাইমুম, দ্বিতীয় হয়েছে বিএমবি বিভাগের তানভীর আহমেদ ও তৃতীয় স্থান অধিকার করেছে ভেটেরিনারি অনুষদের ফুয়াদ হোসেন এবং হামদ না'ত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফার্মেসি বিভাগে ফারিয়া খন্দকার বিনু, দ্বিতীয় হয়েছে আইন বিভাগের তপশী আক্তার ও তৃতীয় স্থান অধিকার করেছেন রাকিবুল হাসান জয়।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল