এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নারী কর্মী ও সমর্থকদের সাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথি ছিলেন কে.কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহারুন জামান নিপা।
উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহবায়ক মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, শামীম আহসান ফকির, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মশিউর রহমান শফিক, উপজেলা মহিলা দলের সাধারণ সস্পাদক নাসরিন নাহার শিল্পী, পৌর মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু এ সময় উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।