শনিবার, ২২ মার্চ ২০২৫

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ২

শুক্রবার, মার্চ ২১, ২০২৫
চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ২

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও নগদ অর্থসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটককৃতরা হলো; উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মরহুম মকবুল আহমেদের ছেলে লোকমান হোসেন(৪৩) ও মানিক মিয়ার ছেলে মোশারফ হোসেন সৈকত ওরফে বিতন(২২)। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ।

জানা গেছে, শুক্রবার সকালে জগমোহনপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে জগমোহনপুর গ্রামের একটি তিনতলা ভবনে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী লোকমান হোসেন ও মোশারফ হোসেন সৈকতকে আটক করে। পরে লোকমান হোসেনের বাড়ি তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, ৭৫০ মি.লি. সিগনেচার বিদেশি মদ, ৫ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২,৭৫৯ পিস ইয়াবা, ৩ বোতল ফেনসিডিল, ১২টি মোবাইল ফোন, ১টি আইপ্যাড, ২৩টি সিম কার্ড, নগদ ৩০,৫০০ টাকা ও ৩টি শীশা ফ্লেভার প্যাকেট উদ্ধার করে যৌথবাহিনী।

এদিকে মাদকের সাথে জড়িত দুইজনকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামালসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে’।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল