জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা ও আদর্শ শিক্ষক পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার যৌথ উদ্যোগে "রমজানের গুরুত্ব ও তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) ফুলবাড়ী মডেল মসজিদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের মাস। এ মাসে আল্লাহর নৈকট্য অর্জন ও আত্মগঠনের মাধ্যমে সমাজে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলা শাখার বাইতুল মাল বিষয়ক সেক্রেটারি বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ইউনুস আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামিক আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এরপর উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।