এম. পলাশ শরীফ, জেলা প্রতিবেদক বাগেরহাট:
আবারও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার সকালে লাগা আগুন দুপুর নাগাদ নেভানো সম্ভব হয়নি। সন্ধ্যা পর্যন্ত এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রায় সাড়ে ১০ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকায় ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসী। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সেখানে ছুটে যায় বনরক্ষীরা। তবে বনের খাল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে আগুন লাগায় পানির উৎসের অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানিয়েছেন, বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। আশেপাশে পানির কোন উৎস নেই।খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের ২টি টিম সুন্দরবনের ঘটনাস্থলে রয়েছেন।
ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া, স্থানীয় ফজলুর রহমান বলেন, সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি ধানসাগর ষ্টেশন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআই