মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ দুবাই টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক আমিনুল ইসলাম বাদশা।
চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার সভাপতি, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারী খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন ও চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুর রহিম লতিফ, কন্ট্রাক্টর শহীদুর রহমান, মাস্টার আইয়ুব আলী, যুবনেতা জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম এ কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইনসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সময় জার্নাল/তানহা আজমী