ডিআইইউ প্রতিনিধিঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আগামী ১ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি প্রকাশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (২৪শে মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম.রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হিসেবে রাকিবুল হাসান (চাঁদ) ও সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহিম খলীল (হৃদয়) দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক (সাক্ষর ক্ষমতা প্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ্ আল মঈন।এছাড়া কমিটিতে সিনিঃ সহ সভাপতি হিসেবে ফেরদাউস আহমেদ মিঠু, সহ সভাপতি হিসেবে রাকিবুল হাসান ইমন, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শ্রী বিপুল চন্দ্র দাসকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও মোঃ শাহরিয়ার সাগর, মোঃ রায়হান মিয়া ও নূরনবী সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পদ দেয়া হয়েছে। তাছাড়া দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) হিসেবে মোঃ জোবায়ের আহম্মেদ ও প্রচার সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) হিসেবে তুষার খানকে দায়িত্ব দেয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি রাকিবুল হাসান (চাঁদ) বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকব। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসকে শিক্ষাবান্ধব করা হবে।
সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল (হৃদয়) বলেন, শিক্ষার পাশাপাশি আদর্শ রাজনৈতিক চর্চাও গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে কাজ করব এবং যেকোনো সমস্যায় তাদের পাশে থাকব।
এদিকে নবনিযুক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে কমিটি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।