মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ (মঙ্গলবার) সকাল দশটায় উপজেলার ফেরিঘাট এলাকায় বদ্ধভূমিতে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার, নলছিটি পৌরসভার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, নলছিটি ফায়ার স্টেশন কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এসময় বক্তারা তাদের আলোচনায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার স্মৃতি তুলে ধরেন।