আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে:
বাংলাদেশি ব্যাবসায়ী ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বাবুল হোসেন এই আয়োজন করেন। মালদ্বীপের সমুদ্র সৈকতের পাশে মনোরম পরিবেশে লোনজিয়ারা পার্কে এই ইফতারের আয়োজন করা হয়। সোমবার (২৪ মার্চ) ২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মইনুল হোসেন, মোহাম্মদ ইবাদত, এন বি এল সিউ মোহাম্মদ মাসুদুর রহমান।
ঢাকা ট্রেডার্স এর কর্ণধার মোহাম্মদ বাবুল হোসেন, উপস্থিত সকল প্রবাসীদের ইফতার মাহফিলকে নিজেদের মধ্যকার সম্প্রীতির বন্ধন হিসেবে উল্লেখ করেন।এবং ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মালদ্বীপ শাখা বিএনপির সহসভাপতি, মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ শাহআলম মিয়া, মো: ফারুক হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ, মোহাম্মদ রবিউল আলম, মোহাম্মদ মোস্তফা, প্রচার সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান শাহাজাদী, পিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক আবদুল মান্নান ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশি বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি পরিণত হয় প্রবাসীদের মিলনমেলায়। অনুষ্ঠানে মালদ্বীপে বাংলাদেশী সংবাবাদকর্মী, এমরান হোসাইন তালুকদার, মো. ওমর ফারুক খোন্দকার, মোহাম্মদ আব্দুল্লাহ কাদের, মোহাম্মদ আল আমিন উপস্থিত ছিলেন।