খুবি প্রতিনিধি:
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) 'নেটওয়ার্ক অ্যাগেইনস্ট ভায়োলেন্স এর উদ্যোগে "জেনোসাইড অ্যান্ড নেশনহুড: দ্য আনটোল্ড হিস্টোরি অব বাংলাদেশ'স লিবারেশন ওয়ার" শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে আলোচকরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠী ১৯৭১-এর ইতিহাস খারিজ করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, উনিশ শো সাতচল্লিশ (১৯৪৭), উনিশ শো একাত্তর (১৯৭১) এবং দুই হাজার চব্বিশ (২০২৪)—এই তিনটি ঘটনা একই ধারাবাহিকতার অংশ। এদের মূল স্রোত গণতান্ত্রিক মুক্তির পথে পরিচালিত, বিপরীতমুখী নয়।”
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্ধ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের গণহত্যার নানা অজানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও পাকিস্তানি সেনাবাহিনীকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। এছাড়া, গণহত্যার শিকার অধিকাংশ পরিবার এখনো রাষ্ট্রীয় কোনো সহায়তা পায়নি। অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনৈতিক ফায়দা লুটে একটি গোষ্ঠী লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।
বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়ভার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে বলে মন্তব্য করেন। তাঁরা বিশ্বব্যাপী সহিংসতা বন্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেটওয়ার্ক অ্যাগেইনস্ট ভায়োলেন্স এর আহ্বায়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার নাহিদ। তিনি বলেন, "ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে উনিশ শো একাত্তর (১৯৭১)-এর গণহত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। তবে বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের সংস্কৃতি পরিহার করতে হবে।" তিনি আরও বলেন, "উনিশ শো সাতচল্লিশ (১৯৪৭), উনিশ শো একাত্তর (১৯৭১) ও দুই হাজার চব্বিশ (২০২৪) একই সূত্রে গাঁথা। এখানে সংঘটিত প্রতিটি গণহত্যার সুবিচার নিশ্চিত করতে হবে।"
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মাহমুদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী বাপ্পি ইমাম।