শনিবার, ২৯ মার্চ ২০২৫

'স্বাধীনতার বয়স ৫৪ বছর, আমার বয়স ৬০ এর কাছাকাছি'

বুধবার, মার্চ ২৬, ২০২৫
'স্বাধীনতার বয়স ৫৪ বছর, আমার বয়স ৬০ এর কাছাকাছি'

মো. জুবায়ের ইসলাম:

আজ ২৬ শে মার্চ (বুধবার) ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। দিবসটি যথাযোগ্য মর্যাদায়  উদযাপনের লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। 

সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম এম আতিকুজ্জামান।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে কোরআন খতম, জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। ছাত্রনেতারা এ সময় স্বাধীনতার চেতনা, জেনজি জেনারেশন ও আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ বলেন, আমরা দেখেছি আসলে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের নাম বর্তমানে কোথাও নেই। কিন্তু যারা ১৭ বছর ধরে শাসন করেছেন, কষ্ট দিয়েছেন তাদের মধ্যে কেউই আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না। আমরা কখনো জিজ্ঞেসও করতে পারি নাই যে, আপনারা মুক্তিযোদ্ধা কিনা। অথচ তারা মুক্তিযোদ্ধাদের পক্ষ এবং বিপক্ষ ভাগ করতে গিয়ে জাতির উন্নতিকে ভাগ করেছেন। এজন্যই আমার সন্তানেরা জুলাই বিপ্লবে নিজের রক্ত ঝড়িয়ে নতুন স্বাধীনতা এনেছে। 
তিনি আরো বলেন, আমি বলবো আমাদের একটা নতুন বাংলাদেশ হবে তার সম্মেলন হবে। একাত্তর এবং চব্বিশে যেই উদ্দেশ্যে তারা জীবনত্যাগ করেছেন আমাদের উচিত ২ টাকে একত্র করে সুন্দর, সুখী, সমৃদ্ধ, সুশিক্ষিত, বিজ্ঞানসম্মত বাংলাদেশ গড়তে আমাদের শপথ নেওয়া দরকার। আমাদের প্রত্যেকেরই উচিত আজকের দিনে এই শপথ গ্রহণ করা। 

সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমান বলেন, বিগত আমলে আমরা কতগুলো নির্বাচন দেখেছি। আমি যদি এগুলোকে নির্বাচন না বলে নির্বচন বলি তাহলে যথার্থ হবে। কোনো কথাও হয়নি কিন্তু হয়ে গিয়েছে কাজ। সেই সময়ের নির্বাচনে নেতারা বলতো কি ভোট হয়েছে - অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। আমি চিন্তা করলাম যে এগুলোর অর্থ কি? আমরা আম জনতা এই কথাগুলো বুঝতে পারি নাই। এর অর্থ হলো - কেও কোনো বাধা দেয় নাই, সুষ্ঠু ঝামেলা ছাড়া এবং নিরপেক্ষ হলো এক পক্ষ ছাড়া অন্য কোনো পক্ষ ছিল না। সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে গণতন্ত্র হয়েছিল সঠিক গনতন্ত্র কিনা সেটি বুঝতে আমাদের তরুণ প্রজন্মের সময় লেগে গিয়েছে। তবু তারা বুঝতে পারে বলেই জুলাই বিপ্লবে আবার স্বাধীনতার অস্তমিত সূর্যকে উদিত করতে সক্ষম হয়েছে। 
তিনি আরো বলেন, আমরা যারা এখন আছি আমাদের উচিত স্বাধীনতা রক্ষা করা, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কি যে কঠিন কাজ। স্বাধীনতার বয়স ৫৪ বছর ৫৫ তে পা রাখলো, আমার বয়স ৬০ এর কাছাকাছি। খুবই অল্প বয়সে স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা টিকিয়ে রাখতে আমরা সবসময় ব্যর্থ হয়েছি।

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া স্বাধীনতা দিবস ২০২৫ প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দল ২-০ গোলে বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘোষণা করা হয়।


এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল