এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাৎ সিতারা আলোর বিরুদ্ধে ঈদ সামগ্রী বিতরণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। মহাপরিচালক নির্দেশ মোতাবেক ৬ প্রকারের প্যাকেজ উপহার সামগ্রীর তালিকার মধ্যে ১ কেজি পোলাও চাল, সেমাই ৪ পেকেট, ২০০ গ্রামের গুড়ো দুধ এক প্যাকেট, ১ কেজি সুজি, নুডুলস ১ পেকেট, ঘি ২০০ গ্রাম দেওয়ার কথা থাকলেও বিতরনের ক্ষেত্রে হয়েছে চরম অনিয়ম।
শুক্রবার দুপুর বেলা ১২টার বিতরণকালে আনসার ভিডিপি সদস্য রামচন্দ্রপুর ইউনিড লিডার মো. ইউনুছ মিয়ার প্যাকেটে নেই ২০০ গ্রাম ঘি, ৪০০ গ্রাম সাধারণ ও লাচ্ছি সেমাইয়ের পরিবর্তনে ১০০ গ্রামের ৪ প্যাকেট লাচ্ছি সেমাই, সুজির প্যাকেটে ১ কেজির পরিবর্তে দেওয়া হয়েছে ৫০০ গ্রাম। দুইশ’ গ্রাম গুড়ো দুধের প্যাকেট না দিয়ে দেওয়া হয়েছে ৪০০ গ্রাম লিকুইড দুধ।
এ দিকে অফিস সূত্রে জানাগেছে, আনসার ভিডিপি মহাপরিচালক কর্তৃক বরাদ্দকৃত এ উপজেলায় ৭৩ জন আনসার ভিডিপি সদস্যদের জন্য জনপ্রতি এক হাজার ৫০ টাকা ঈদ সামগ্রী প্যাকেট প্রতি বরাদ্দ ৬ প্রকারের খাদ্য সামগ্রী বিতরণের কথা থাকলেও দিয়েছেন ৫ প্রকার। আনসার ও ভিডিপি কর্মকর্তা সিতারা আলো এ বিতরণে করেছেন অনিয়ম।
আনসার সদস্য আমিনুল ইসলাম, মামুন শেখসহ একাধিক সদস্যরা এ নিয়ে রয়েছে ক্ষোভ প্রকাশ করেছেন। পৌরসভার ওয়ার্ড ভিডিপি কমান্ডার জাহিদুল ইসলাম বলেন, তিনি এখনও ঈদ সামগ্রী পাননি। তবে, একাধিক সদস্যরা তাদের প্যাকেটে ঘি নেই বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে রমজানে ইফতার পার্টি ও দোয়া মাহফিলের জন্য ৫ হাজার টাকা অফিসিয়াল বরাদ্দ হলেও নামে মাত্র তার পছন্দের ৪/৫ জনকে নিয়ে ইফতার পার্টি দেখিয়ে পুরো বরাদ্দ হজম করেছেন। অধিকাংশ সদস্যরা ইফতার পাটির কোন খবরও যানেননি।
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাৎ সিতারা আলো বলেন, মহাপরিচালক মহোদয়ের বরাদ্দকৃত ঈদ সামগ্রী ২৫মার্চ থেকে বিতরণ শুরু হয়েছে। ২/৪ টি প্যাকেটে ঘি পায়নি। পরবর্তীতে তাদেরকে দেওয়া হবে। ইফতার পার্টি করা হয়েছে।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, আনসার ভিডিপি দপ্তরের ঈদ সামগ্রী বিতনের বিষয়ে তিনি অবহিত নন। তবে, এ ক্ষেত্রে কোন অনিয়ম করে থাকলে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমআই