আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে:
মালদ্বীপে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
রবিবার (৩০ মার্চ) ২০২৫ স্থানীয় সময় সকাল ৭টায় রাজধানী মালেসহ দেশটির বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে ঈদুল ফিতরের একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ এবং বাংলাদেশি কমিউনিটি, ব্যবসায়ী প্রতিনিধি, ডক্টর’স প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
আর এদিন ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে দেশটির মসজিদগুলোতে জড়ো হন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা ও ঘুরতে আসা বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিম পর্যটকরা । দ্বীপ রাস্ট্রের রাজধানীতে নূরু মিসকি, ইব্রাহিম মিসকি, হুকুরু মিসকি (মসজিদে) স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা-পাঞ্জাবিতে দলবদ্ধভাবে ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
এমআই