আন্তর্জাতিক ডেস্ক:
অন্যান্য দেশের পাশাপাশি এবার বাংলাদেশী পণ্যেরও ওপরও শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশী পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া, ভারতের ওপর ২৬ শতাংশ, চীনের ওপর ৩৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প কোন দেশের ওপর কত পারস্পরিক শুল্ক আরোপ করছেন তার একটি তালিকা তুলে ধরেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সেখানে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ, ভারতের ওপর ২৬ শতাংশ, চীনের ওপর ৩৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ২০ শতাংশ শুল্ক বসানোর তথ্য উল্লেখ ছিল।
ট্রাম্প আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রে সব আমদানির ওপর ১০ শতাংশ বেজলাইন শুল্ক বসাবেন এবং দেশটির বড় বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর আরও বেশি শুল্ক আরোপ করবেন।
'এটি আমাদের স্বাধীনতার ঘোষণা,' হোয়াইট হাউসের রোজ গার্ডেনের অনুষ্ঠানে বলেন ট্রাম্প।
তবে শুল্কের এ নতুন ঘোষণার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ট্রাম্প তার দীর্ঘদিনের অভিযোগ পুনরাবৃত্তি করে বলেছেন, বিশ্ববাণিজ্যের কারণে মার্কিন কর্মী ও কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পরই নতুন শুল্ক কার্যকর হবে, তবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রশাসন জানিয়েছে, ট্রাম্পের ঘোষিত গাড়ি আমদানির ওপর পৃথক একাধিক শুল্কহার ৩ এপ্রিল থেকে কার্যকর হবে।
ট্রাম্প ইতোমধ্যে চীন থেকে আমদানির ওপর ২০ শতাংশ এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন এবং প্রায় ১৫০ বিলিয়ন ডলারের পণ্যে এ শুল্কহার বাড়িয়েছেন।
তার উপদেষ্টারা বলছেন, এ শুল্কহার যুক্তরাষ্ট্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনবে।
বিনিয়োগকারীরা ট্রাম্পের ঘোষণার অপেক্ষায় থাকায় আর্থিক বাজারও অস্থিতিশীল ছিল। ফেব্রুয়ারি থেকে মার্কিন শেয়ারবাজারের মূল্য প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার কমেছে।
সময় জার্নাল/এলআর