মোহাম্মদ মুরাদ হোসেন:
রংপুর-দিনাজপুর মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) হাটি হাটি পা পা করে দুই যুগে পা রেখেছে। শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ৮৫ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য, ‘মেধাভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে হাবিপ্রবির ভূমিকা এবং ক্রমবিকাশ’।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবারে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে থাকছে নানান আয়োজন। থাকবে হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও আলোকসজ্জা।
ওই সূত্রে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশ কিছু তথ্য প্রদান করা হয়। ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইটিআই) হিসেবে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান। পরে ১৯৮৮ সালের ১১ নভেম্বর উত্তরবঙ্গের কৃষকনেতা হাজী মোহাম্মদ দানেশের নামানুসারে এটি কৃষি কলেজে রূপান্তরিত হয়। ২০০২ সালের ৮ এপ্রিল এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়।
৯টি অনুষদ ও ৪৫ টি বিভাগের অধীনে প্রায় ১১ হাজার শিক্ষার্থীর এই বিদ্যাপীঠে কর্মরত আছেন ৩৮৮ শিক্ষক। রয়েছে বিদেশি শিক্ষার্থী। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।
এমআই