জুয়েল হোসেন:
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সোমবার (৭ এপ্রিল) বেলা ১১ টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিল শুরু হয়।ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সাউ ইসলামিক সোসাইটির ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ভিসি বাসভবন, শিক্ষকদের আবাসিক ভবনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেকেন্ড গেট হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঘুরে পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে সেকেন্ড গেটে অবস্থান নেয়।এ সময় শিক্ষার্থীরা ইসরাইলের বিরুদ্ধে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার অ্যাকশন টু অ্যাকশন,ডাইরেক্ট অ্যাকশন ;ইসরাইলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নেতানিহাহুর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন,গণহত্যার বিরুদ্ধে ডাইরেক অ্যকশন, ইসরায়েলের দালালেরা হুশিয়ার সাবধান, ফিলিস্তিনের শিশুরা, আমাদের সন্তান, Free free Palestine
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, “গাজায় যা ঘটছে তা কোনো দ্বন্দ্ব নয়, এটি রাষ্ট্র-প্রযোজিত গণহত্যা।” তারা আন্তর্জাতিক সংগঠন ও বিশ্ব নেতাদের নীরবতারও কড়া সমালোচনা করেন। বিবৃতিতে বলা হয়, “এই রক্তপাতের দায় শুধু ইসরায়েলের নয়, নীরব থাকার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ও এতে জড়িত।”
শিক্ষার্থীরা জানান, তারা “The World Stops for Gaza” শীর্ষক একটি বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে আজ ৭ এপ্রিল রোজ সোমবার সকল একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই দিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস, পরীক্ষা বা আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন না তারা। এটি একটি প্রতিরোধের দিন হিসেবে পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।