বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় বরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফ্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী কর্তৃক আয়োজিত সাংবাদিক ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানা যায়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দিন প্রধান অতিথি থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। এ ছাড়া দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
জানা গেছে, প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষ ও বিজ্ঞানভুক্ত তিন অনুষদের নবীন এবং ২১ সেপ্টেম্বর রবিবার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, কলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে এবং নবীনদের বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’, শিক্ষাসামগ্রী ফাইল ও কলম প্রদান করা হবে।
আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, ‘আমাদের আয়োজন সম্পন্ন, আমরা চমৎকার একটা অনুষ্ঠান উপহার দেব। অনুষ্ঠানের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনদের সহযোগিতা দরকার। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে ১টি সেন্ট্রাল কমিটির অধীনে ৬টি উপকমিটি গঠন করা হয়েছে।’
একে