জাকারিয়া শেখ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৬ এপ্রিল)সন্ধ্যার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে শিলখুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ একটি পাকা সড়ক নির্মাণ কাজ চলছে। এর মধ্যে সীমান্তসংলগ্ন প্রায় ২৫০ মিটার এলাকায় খননকাজ চলাকালে বিএসএফ বাধা দেয়।
স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রোববার রাতে একটি ভেকু মেশিন দিয়ে সড়কের খননকাজ চলছিল। এ সময় কাঠগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের অংশে মাটি খোঁড়ার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলাকার শালমারা দিগলটারী ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা এসে কাজ বন্ধ করে দেন এবং বিজিবিকে বিষয়টি জানিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন।
এ ঘটনার পর সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এ প্রসঙ্গে ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থবছরে এলজিইডির আওতায় প্রায় দুই কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে। বিএসএফ শুধুমাত্র সীমান্তঘেঁষা ২৫০ মিটার এলাকায় বাধা দিলেও বাকি অংশে কাজ স্বাভাবিকভাবে চলছে। বিজিবি-বিএসএফের আলোচনার পর অচিরেই ওই অংশেও কাজ শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এমআই