মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে চলমান দাখিল পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্র সচিবসহ ১২জন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়ে্েযছ। বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, চলমান দাখিল পরীক্ষার তৃতীয় দিনে গণিত পরীক্ষার চলাকালে শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয় জন ছেলে ও দুই নারী শিক্ষার্থী রয়েছে। এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। এছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত না করাসহ অসাদুপায় অবলম্বনে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়ায় কেন্দ্র সচিব মাওলানা ওজায়েরুল ইসলামসহ একজন ভেন্যু সচিবকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।
এবিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীদের কয়েকজন বিশেষ কৌশল অবলম্বন করে মোবাইল বøুটুথ হেডফোন ব্যবহার করে। এছাড়া বহিস্কৃতদের কয়েকজন নকলের চেষ্টাও করায় কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকদের দায়িত্বে স্পষ্ট গাফিলতির হাতেনাতে প্রমান মেলায় সংশ্লিষ্টদের বহিস্কার করা হয়েছে বলে জানান। এসব শিক্ষার্থীদের মত শিক্ষকরা এবছর আর দায়িত্ব পালন করতে পারবে না।
এদিকে কেন্দ্র সুত্রে জানা যায়, শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রসা কেন্দ্রে গনিত পরীক্ষায় পাঁচশ ৬৩ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও ৪৩ জন অনুপস্থিত ছিল।
এমআই