শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

মোহাম্মদ মুরাদ হোসেন:

দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। 

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরসহ সিনিয়র শিক্ষকবৃন্দ।

পরে বিশ্ববিদ্যালয় দিবসের ফেস্টুন ও বেলুন উড্ডয়ন এবং আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। এরপর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। অতঃপর কেন্দ্রীয় শহিদ মিনারে মহান শহিদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দিনটি উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাণী পাঠ ও বিতরণ করা হয়। 

পরবর্তীতে টিএসসি’র সম্মুখে মজার ইস্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন এবং কেক কাটা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ভাইস-চ্যান্সেলর, প্রো ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার মহোদয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে দিনাজপুর গোর-এ-শহিদ বড় ময়দানের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ এর কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সেখান থেকে তিনি ফরিদপুর কবরস্থানে সাবেক মহিলা ও শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী খুরশীদ জাহান হক এম.পি. মহোদয়ের কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

উল্লেখ্য, ০৮ এপ্রিল ২০০২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারী এবং ২০০২ সালের ১৬ এপ্রিল মাননীয় মন্ত্রী খুরশীদ জাহান হক এম.পি. কর্তৃক এ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছিল।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে “মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে হাবিপ্রবির ভূমিকা ও ক্রমবিকাশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোশাররফ হোসাইন মিঞাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার ও প্রক্টর মহোদয়। আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান এবং সাদা দলের সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মহোদয় এবং সঞ্চালনা করেন সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম।

প্রধান আলোচক প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোশাররফ হোসাইন মিঞাঁ তাঁর বক্তব্যে হাবিপ্রবির যাত্রা শুরুর সময়ের ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা ও স্মৃতিচারণ করেন। আলোচনা সভায় তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বর্তমান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহিলা ও শিশুবিষয়ক মাননীয় মন্ত্রী খুরশীদ জাহান হক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পাশাপাশি উত্তরাঞ্চলের উচ্চ শিক্ষায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিক ও দায়িত্ববান হওয়ার আহবান জানান। পরিশেষে তিনি তার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, এতোদিন বিশ্ববিদ্যালয় দিবস ও এর প্রতিষ্ঠার ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়নি, প্রজ্ঞাপন হয়নি, অথচ একটি তারিখে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হতো। আইনে স্পষ্ট উল্লেখ আছে যেদিন থেকে প্রজ্ঞাপণ জারী হবে, সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। সে অনুযায়ী আমরা এবার বিশ্ববিদ্যালয় দিবস পালন করছি। যাইহোক দেশকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তার তুলনায় এটা কিছুই না। তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের জীবদ্দশায়, আমাদের এই তরুণ প্রজন্মের জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে এসেছি এবং এর মাধ্যমে দেশের স্বাধীনতা টিকে আছে। 

তিনি আরও বলেন, আমাদের সকলকে সম্মিলিতভাবে হাবিপ্রবিকে এগিয়ে নিতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। 

এছাড়াও ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত করা হয় এবং ০৭ এপ্রিল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা সমূহে আলোকসজ্জা করা হয়।  

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল