মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বহুল প্রতীক্ষিত বাস সেবা চালু হচ্ছে। মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দু'টি বাস বরাদ্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, বাস সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে স্ব-স্ব বিভাগের বিভাগীয় প্রধানের নিকট তথ্য ছকে নাম নিবন্ধন করার জন্য বলা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য বহুল প্রতীক্ষিত বাস সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত হয়ে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ঊর্মি বলেন, 'দীর্ঘ প্রতীক্ষার পর আমরা বাস পেতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আমরা মানিকগঞ্জ রুট থেকে যাতায়াত করি। এই রুটে বাস দেওয়ার মধ্যে দিয়ে আমাদের ভোগান্তির অবসান হবে।'
মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে বাস সেবা চালু হলেও ঢাকা থেকে আগত শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করেনি প্রশাসন। এতে ঢাকা রুটে যাতায়াতকারী শিক্ষার্থীরা আক্ষেপ করে জানান, ঢাকা রুটে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে অথচ এই রুটের জন্য বাস সেবার সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। ঢাকা রুটেও বাস সেবা চালু করলে শতাধিক শিক্ষার্থীর ভোগান্তির অবসান হবে।
ঢাকা রুটেও বাস সেবা চালু করার বিষয়টিকে আমলে নিবেন বলে আশাবাদী শিক্ষার্থীরা।
বাস সেবার জন্য ভাড়া সংক্রান্ত বিষয়ে উপ-রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল বলেন, ভাড়া কতো টাকা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সকল দিক বিবেচনা করেই ভাড়া নির্ধারণ করা হবে যেন শিক্ষারদের কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়।'
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'আমার ইচ্ছে ছিলো এবছরের শুরুতেই শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করার তবে টেন্ডার চাহিদা মতো পূরণ না হওয়ায় বাতিল হয়ে যায়। আবার নতুন করে টেন্ডার করে বাস মেরামতে পাঠানো হয়েছে। জুলাইয়ের আগেই আমরা শিক্ষার্থীদের বাস সেবা দিতে সক্ষম হবো।'
এমআই