শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন চন্দ্র (৪০) নামে এক খামারির মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ গোতামারী এলাকায় নিজ বাড়ির পাশে খামারে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মনোরঞ্জনের ছেলে।
গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নারায়ণ চন্দ্র বর্মণ জানান, নিজ বাড়ির পাশে মুরগির খামারে কাজ করছিলেন বীরেন চন্দ্র।
এ সময় অসাবধানতাবশত খামারের বৈদ্যুতিক লাইনে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এমআই