সময় জার্নাল ডেস্ক:
একদিকে চাকরিহারা শিক্ষকদের যোগ্য তালিকা প্রকাশের দাবি জানিয়ে বিক্ষোভ, অন্যদিকে ওয়াকফ অ্যাক্ট নিয়ে সমাবেশ। দু’টি পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে অবরুদ্ধ হয়ে পড়েছে কলকাতা শহর।
একদিকে চাকরিহারা শিক্ষকদের যোগ্য তালিকা প্রকাশের দাবি জানিয়ে বিক্ষোভ, অন্যদিকে ওয়াকফ অ্যাক্ট নিয়ে সমাবেশ। দু’টি পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে অবরুদ্ধ হয়ে পড়েছে কলকাতা শহর।
বিশেষ করে শিয়ালদহ, মৌলালি, ধর্মতলা। কার্যত অবরুদ্ধ পুরো শহরতোলি। সামান্য পাঁচ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে আধা ঘণ্টারও অধিক। রাস্তায়-রাস্তায় ব্যাপক যানজট। রাস্তার দু’পাশে সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মধ্য কলকাতায়।
ঘটনাস্থলে থাকা পুবের কলমের এক সাংবাদিক জানিয়েছেন, একদিকে সকাল ১১টা থেকে শিয়ালদহে জমায়েত করেছেন এসএসসির চাকরিহারারা।
অন্যদিকে রামলীলা ময়দানে জমায়েত-এ-উলেমা-এ হিন্দের ডাকে মহা সমাবেশ। মূলত নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় হাজার হাজার মানুষ (সর্ব ধর্মের) এসেছে সংশ্লিষ্ট ময়দানে।
ইতোমধ্যেই বহু বাস এসে পৌঁছেছে কলকাতায়। এখনো অনেকে রাস্তায় রয়েছে। যার প্রভাবে কার্যত স্তব্ধ একাধিক রাস্তা। যানজট তৈরি হয়েছে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভারে।
মল্লিকবাজারমুখী সমস্ত রাস্তা এবং মা ফ্লাইওভারে ধীরে ধীরে চলছে গাড়ি। কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে সিআইটি রোড।
সময় জার্নাল/এলআর