নিজস্ব প্রতিবেদক:
গাজার গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা ও সাহিত্য আসর করেছে বাংলাদেশ লেখিকা সংসদ। শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখিকা সংসদের আহবায়িকা সাংবাদিক কামরুন্নেছা মাকসুদা। এসময় নির্যাতিত গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে জঘন্য গণহত্যা বন্ধে বিশ্ববিবেকের প্রতি আহবান জানান তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেখিকা সংসদের উপদেষ্টা নাজমুন নাহার নীলু অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আমাদের করণীয়র প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। দেশের সরকারের প্রতি গাজাবাসীর জন্য খাদ্য ও ত্রান সহায়তা পাঠানোর দাবি জানান তিনি।
বিশিষ্ট লেখিকা নুরুন্নাহার নীরুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি নাজমা ফেরদৌসী ও শামীমা রহমান শান্তা। একই সাথে জাগরণী সঙ্গীত পরিবেশন করেন নাদিয়া বিনতে মাহতাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখিকা সাবিনা মল্লিক এসময় তিনি অবরুদ্ধ গাজায় গণত্যার প্রতিবাদে যারা বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিবাদ জানাচ্ছেন তাদের প্রতি সংহতি জানান। পরে অপরাজিতা বিডির প্রধান সম্পাদক আকলিমা আঁখি ফেরদৌসী সাধারণ মুসলমান ও মুসলিমদেশগুলোকে ইহুদি পণ্য বর্জনের আহবান জানান। এরপর উপস্থিত দর্শকদের মাঝ থেকে বক্তব্য রাখেন আমার দেশ এর বিশিষ্ট সাংবাদিক লাবিন রহমান। এসময় তিনি গাজায় হত্যাকাণ্ডের নামে আমেরিকা ও ইসরায়েল রিয়েল এস্টেট বিজনেস করছে বলে মন্তব্য করেন।
এমআ্ই