সময় জার্নাল প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কর্তৃত্ব নিয়ে ডাকসুর সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর ও সংগঠনটির আহ্বায়ক রাশেদ খানের দ্বন্দ্বের অবসান ঘটেছে।
রোববার (০৪ জুলাই) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পাল্টাপাল্টি বিজ্ঞপ্তি প্রকাশ করেন নুরুল হক নুর ও রাশেদ খান। নুর তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। নুরের এমন সিদ্ধান্তে রাশেদ চটেন। রাশেদ খান নিজেকে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ‘সমন্বয়ক’হিসেবে উল্লেখ করেন। নুরকে দেন পাল্টা চিঠি। এতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা নিয়ে কারণ দর্শাতেও বলা হয়।
দুজনের মধ্যে পাল্টাপাল্টি বিজ্ঞপ্তি পর ফের ফেসবুকে স্ট্যাটাস দেন রাশেদ খান। তিনি তার ফেসবুকে লেখেন, তাদের মধ্যকার ভুল-বোঝাবুঝি অবসান হয়েছে।
রাশেদ লেখেন, ‘দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়সে তরুণ, যে কারণে মাঝে মাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নুর ও আমার মধ্যে যে ভুল-বোঝাবুঝি হয়েছিল, সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে’
ভবিষ্যতে চলার পথে আরও বেশি সতর্ক থাকবেন জানিয়ে রাশেদ লেখেন, ‘নুর ও আমার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিন থেকে সুসম্পর্ক ছিল। ভবিষ্যতেও সম্পর্ক ধরে রেখে নিজেরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।’
দেশের মানুষকে তারা অভিভাবক মনে করেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ভুল হলে অবশ্যই সমালোচনা করবেন, পরামর্শ দেবেন, যাতে শুধরিয়ে নিয়ে নিজেদের পরিপক্ব হিসেবে গড়ে তুলতে পারি।’
সময় জার্নাল/এসএ