মাইদুল ইসলাম:
উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)-এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে অনুষ্ঠিত হলো বর্ণিল বর্ষবরণ উৎসব। রাজধানীর খিলক্ষেতে ওয়েবের প্রতিষ্ঠান সেঁওতি'র আউটলেটে মনোরম পরিবেশে এই উৎসব আয়োজিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি । এছড়াও উপস্থিত ছিলেন ওয়েবের এক্সিকিউটিভ মেম্বারসহ অন্য মেম্বাররা।
অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের বাহারি খাবারের আয়োজন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী।
নারী উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়ে ওয়েব-এর সহ-সভাপতি তাজিমা মজুমদার বলেন, "বর্ষবরণ উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নারী উদ্যোক্তাদের উৎসাহ ও অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ওয়েবের সহায়তায় সেঁওতির আরও প্রসার করার কথা বলেন তিনি।"
এই উৎসব শুধু আনন্দ-বিনোদনের জন্য নয়, বরং উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে বলে জানিয়েছেন আয়োজকরা।
এমআই