বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ওয়েবের আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
ওয়েবের আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

মাইদুল ইসলাম:

উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)-এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে অনুষ্ঠিত হলো বর্ণিল বর্ষবরণ উৎসব। রাজধানীর খিলক্ষেতে ওয়েবের প্রতিষ্ঠান সেঁওতি'র আউটলেটে মনোরম পরিবেশে এই উৎসব আয়োজিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি । এছড়াও উপস্থিত ছিলেন ওয়েবের এক্সিকিউটিভ মেম্বারসহ অন্য মেম্বাররা।

অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের বাহারি খাবারের আয়োজন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী। 

নারী উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়ে ওয়েব-এর সহ-সভাপতি তাজিমা মজুমদার বলেন, "বর্ষবরণ উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নারী উদ্যোক্তাদের উৎসাহ ও অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ওয়েবের সহায়তায় সেঁওতির আরও প্রসার করার কথা বলেন তিনি।"

এই উৎসব শুধু আনন্দ-বিনোদনের জন্য নয়, বরং উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে বলে জানিয়েছেন আয়োজকরা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল