মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের লক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন। বুধবার (১৬ এপ্রিল) ব্যবহারিক সেশনের অংশ হিসেবে আদালত পরিদর্শন করেন শিক্ষার্থীরা।
এসময় তারা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সরেজমিনে পরিদর্শন করেন। জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম শিক্ষার্থীদের আদালতের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন।
নিয়মিত আদালত পরিদর্শন শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান সম্মৃদ্ধ করবে এবং ভবিষ্যতে পেশাগত দক্ষতা অর্জনেও বিরাট ভূমিকা রাখবে বলে আশবাদ ব্যক্ত করেন পরিদর্শনে আসা শিক্ষার্থীরা। একই সাথে জুনিয়র ব্যাচ সমূহকেও নিয়মিত ব্যবহারিক জ্ঞানার্জনের সুযোগ প্রদানের জন্য কতৃপক্ষের সহযোগিতা মূলক মনোভাব প্রয়োজন বলেও জানান তারা।
আইন বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা জান্নাত পিংকি বলেন, 'আজ আদালত পরিদর্শনের মাধ্যমে আমরা আইন পেশার বাস্তবচিত্র খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অভিজ্ঞতামূলক ছিল। স্নাতকের ৪ বছরের শিক্ষা/অভিজ্ঞতাকে আজকের অভিজ্ঞতা ছাড়িয়ে গিয়েছে। আদালতের পরিবেশ, বিচারকের কার্যপ্রণালী, আইনজীবীদের যুক্তিপূর্ণ উপস্থাপন ও মামলার পরিচালনা প্রক্রিয়া আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বাস্তব ও জটিল। এই অভিজ্ঞতা আমাদের শুধু বইয়ের জ্ঞান নয়, বরং বাস্তব জীবনে আইনের প্রয়োগ সম্পর্কেও একটি পরিষ্কার ধারণা দিয়েছে। ভবিষ্যতে একজন সফল আইনজীবী হিসেবে গড়ে উঠতে এই অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস ও প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
আইন বিভাগের প্রভাষক আল-আমিন বলেন, 'আদালত পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের পড়াগুলো সরেজমিনে এসে উপলব্ধি করতে পারে। এতে শিক্ষার্থীরা আদালত, বিচারপ্রক্রিয়া এবং আদালতের আনুষাঙ্গিক সকল বিষয় নিয়ে সুস্পষ্ট ধারণা পায়। নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আইন পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। শিক্ষার্থীরা আদালত পরিদর্শনের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করলো কর্মক্ষেত্রে এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাকরি।'
আইন বিভাগের বিভাগীয় প্রধান সাবেক বিজ্ঞ বিচারক মো. রফিকুল আলম বলেন, 'কোর্ট পরিদর্শনের মতো কার্যক্রম শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি মূল্যবান সুযোগ। এর মাধ্যমে তারা বিচারপ্রক্রিয়া, আদালতের কার্যক্রম এবং আইনজীবী, বিচারকদের ভূমিকাসমূহ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে পারবে, যা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে না। এতে করে তাদের মধ্যে আইন পেশা সম্পর্কে বাস্তবিক ধারণা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা নিজেদের পেশাগত জীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে। এ ধরনের উদ্যোগই একজন দক্ষ, ন্যায়নিষ্ঠ ও আত্মবিশ্বাসী আইনজীবী বা বিচারক হিসেবে গড়ে ওঠার ভিত্তি গড়ে দেয়।”
এসময় আইন বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থীরাসহ বিভাগের প্রভাষক কাউসার, শান্ত দেব রায় অর্ণ এবং জীবন নাহার উপস্থিত ছিলেন।